বিয়ের পর ভালো হয়ে গিয়েছি: রণবীর
প্রকাশিত হয়েছে : ২:৪১:২১,অপরাহ্ন ১৩ মার্চ ২০১৯
বিনোদন ডেস্ক:: বলিউড তারকা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বিয়ে করেছেন প্রায় চার মাস হতে চলল। ইতালির লেক কোমোতে তাঁদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখেছিল গোটা বিশ্ব। বিয়ের পর বদলেছে দু’জনেরই জীবন। বদল কতটা? শেয়ার করলেন রণবীর স্বয়ং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, ‘‘আমি এখন সময় মতো ঘুম থেকে উঠি। খেয়ে নিই। কাজে যাই সময় মতো। আবার ঠিক সময়ে ফিরেও আসি। বিয়ের পর ভালো ছেলে হয়ে গিয়েছি।’’
‘গোলিও কে রাসলীলা রামলীলা’র সেটে প্রেমে পড়েন দম্পতি। ছয় বছর সম্পর্কের পরে বিয়ে করেছেন তাঁরা। পরিবর্তন এসেছে দীপিকার জীবনেও। কিন্তু তা নিয়ে তিনি এখনও সরব নন।বিয়ের পরও রণবীরের ক্যারিয়ারে আগের মতোই সাফল্য এসেছে।‘সিম্বা’, ‘গাল্লি বয়’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। অন্যদিকে মেঘনা গুলজারের ‘ছপক’-এর শুটিংয়ের ব্যস্ততা চলছে দীপিকার।