বিয়ের দাবিতে ‘তৃতীয় প্রেমিকের’ বাড়িতে অবস্থান!
প্রকাশিত হয়েছে : ২:৫৯:৩০,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: জেলার শিবগঞ্জে এক মহিলা দুই দিন ধরে অবস্থান নিয়েছেন তার তৃতীয় প্রেমিকের বাড়িতে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা থেকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের তারাপুর গ্রামের মান্নানের মেয়ে রোকসানা খাতুন (২৩) একই গ্রামের এজাবুলের ছেলে মো. ওবাইদুলের বাড়িতে অবস্থান নিয়েছেন।
ইতোমধ্যে একইভাবে প্রেম করে প্রথমে বিয়ে করেন সাহাপাড়া ভবানীপুর গ্রামের আয়েস উদ্দীনের ছেলে বশিরকে। তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দ্বিতীয় প্রেমিক একই গ্রামের মোজাফফর হকের ছেলে আরিকুলকেও বিয়ে করেন।
কিন্তু কিছু দিন যেতে না যেতেই রোকসানা আবারও মোবাইলের মাধ্যমে ওবাইদুলকে তৃতীয় প্রেমিক হিসেবে ফাঁদে ফেলেন। ২৫ বছরের যুবক রোকসানার প্রেমে পড়লেও পারিবারিক চাপের কারণে দুবার স্বামী ছাড়া রোকসানাকে বিয়ে করতে নারাজ তিনি।
অন্য দিকে ওবাইদুলের অভিভাবকরা অন্য জায়গায় বিয়ে দেয়ার জন্য সোমবার দিন ধার্য করে। প্রেমিকা রোকসানা খবর পেয়ে গত রবিবার সন্ধ্যা রাত থেকেই বিয়ের দাবিতে ওবাইদুলের বাড়িতে অবস্থান নেন।