বিয়ানীবাজারে ভয়াবহ অগ্নিকান্ড অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১০:০৯:১১,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিয়ানীবাজার পৌর শহরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে কয়েকটি দোকান ভস্মিভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের ইনার কলেজ রোডে ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীরা জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে শহরের ইনার কলেজ রোডে একটি টেইলারিং দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। বাজারের প্রহরীরা আগুন দেখে মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। ঘটনার প্রায় আধা ঘন্টা পর বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে এগিয়ে আসে এবং আগুন নেভানোর কাজ শুরু করে। এরই মধ্যে বড়লেখা থেকে ফায়ার সার্ভিসের অপর একটি ইউনিট ও আগুন নেভাতে সহায়তার জন্য এগিয়ে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের যৌথভাবে প্রচেষ্ঠা চালালেও আগুনের তীব্রতার কারণে মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় লেডিস টেইলার্স মার্কেট খ্যাত ইনার কলেজ রোডের ৬টি দোকান।
সরেজমিনে দেখা গেছে পৌর শহরের ইনার কলেজ রোডের প্রীতম লেডিস টেইলার্স, আলীশা ওড়না সপ, শারমিন লেডিস টেইলার্স, দুলহান কসমেটিক্স, বাবলী লেডিস টেইলার্স, প্রীতম শো রুম আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। কোন প্রতিষ্ঠান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা সঠিক করে কেউ বলতে পারছেন না। এদিকে টেইলারিং দোকানগুলোতে কাপড় সেলাই করতে দেয়া ক্রেতারা আগুনের খবর পেয়ে দোকানগুলোতে এসে তাদের মূল্যবান কাপড় পুড়ে যাওয়ার সংবাদ শুনে হতাশা প্রকাশ করেছেন। অনেক ক্রেতাকে বিমর্ষ মনোভাব নিয়ে ফিরে যেতে দেখা গেছে।