বিয়ানীবাজারে পল্লবের অর্ধেক ভোটও পাননি নৌকার আতাউর
প্রকাশিত হয়েছে : ১১:০১:২৯,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব। আজ অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিকটত প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুনেরও বেশি ভোট পেয়েছেন। পল্লবের অর্ধেক ভোটও পাননি নৌকার আতাউর। আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৮ শত ৫৭ ভোট। আওয়ামী লীগের আতাউর রহমান খান (নৌকা প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৫৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকশানা বেগম লিমা নির্বাচিত হন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিয়ানীবাজারের ৮৯ টি কেন্দ্রে আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৮ শত ৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আতাউর রহমান খান (নৌকা প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৫৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (আনারস) ১২৭৪২ ভোট, আবুল হাসনাত (দোয়াত কলম) ৪৭২ ভোট এবং আলকাছ আলী (ঘোড়া) ১৯৩৮ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জামাল হোসেন (তালা) ২৮০৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খছরুল হক (চশমা) পেয়েছেন ২৭১৬০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকশানা বেগম লিমা (ফুটবল) ৩৮১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা আক্তার (হাঁস) পেয়েছেন ১৮৭৬৫ ভোট।