বিসিবির কমিটিতে ব্যাপক রদবদল
প্রকাশিত হয়েছে : ৬:৪০:৩৮,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন কমিটিতে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামি মাসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে। অন্যদিকে ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে সরিয়ে টূর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে আকরাম খানকে। ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দূর্জয়।
এছাড়াও পরিবর্তন আনা হয়েছে স্থায়ী কমিটির আরও ৮টি পদে। দীর্ঘদিন কোনো দায়িত্ব না পাওয়া এনায়েত হোসেন সিরাজকে ফেরানো হয়েছে ওয়ার্কিং কমিটিতে। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে তানজিল চৌধুরী, গ্রাউন্ডস কমিটিতে হানিফ ভূইয়া, ফ্যাসিলিটিজে লোকমান ভূইয়া, মেডিকেল কমিটিতে শফিউল আলম চৌধুরী নাদেল,অডিট কমিটিতে শওকত আজিজ রাসেল এবং সিসিডিএমে গাজী গোলাম মর্তুজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিসিবির পক্ষ থেকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।