বিশ্ব মানবাধিকার দিবসে রংপুরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০:১৩:৩২,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইনসিডিন বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা যদি তাদের যথাযোগ্য মর্যাদা এবং কাজের স্বীকৃতি না পায় তাহলে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না; জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনও বাধাগ্রস্থ হবে।
পরিবার ও সমাজে নারীর কাজের স্বীকৃতি দেওয়া হলে নারীর মর্যাদা বৃদ্ধি পাবে এবং বৈষম্য-সহিংসতার পরিমাণও কমে আসবে, বলেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইনসিডিন বাংলাদেশের ‘আপরার’ প্রকল্পের সমন্বয়কারী নাসিমুল আহসান দিপু, উপাধ্যক্ষ অধ্যাপক সাহারা ফেরদৌস, আল আবির আমিন, সালমা সাবিহা খুশি।
এছাড়াও ইনসিডিন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মন্টি দেওয়ান বখতিয়ার হোসেন শিশির, মনিরুল ইসলাম, নিরঞ্জন রায় এবং আহসান হাবিব।