বিশ্বের সবচেয়ে বড় সেলফি বাংলাদেশে!
প্রকাশিত হয়েছে : ৯:০১:০৫,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে তারুণ্যের বহিঃপ্রকাশ ঘটাতে বিশ্বজুড়ে চলছে সেলফি ঝড়। এবার বাংলাদেশ এই ঝড়ে বিশ্ব রেকর্ড করতে চলেছে। শনিবার বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সামনে বাংলাদেশের অন্তত ১,১৫১ জন সেলফি প্রেমীদের নিয়ে বিশ্বের বৃহত্তম সেলফি তোলা হয়।
এক সেলফিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মুখ চেনা ও বুঝা যায় এমন লক্ষ্য সামনে রেখেই বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগ নেয়া হয়। মাইক্রোসফট মোবাইল ডিভাইস অ্যান্ড সার্ভিসেস (এমএমডিএস)-এর সম্প্রতি বাজারজাত সেলফি ফোন লুমিয়া ৭৩০-এর সাহায্যে বিশ্বের সর্ববৃহৎ সেলফি তোলার রেকর্ডটি করা হয়।
এই সেলফি রেকর্ডের গর্বিত অংশীদার হতে বাংলাদেশের হাজারেরও বেশী সাধারণ মানুষ বসুন্ধরা সিটি শপিং মলের সামনে বিশ্বের সর্ববৃহৎ সেলফি তোলেন। তাঁরা সবাই নিজেদের অবারিত উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সম্প্রীতির বন্ধন ও ঐক্যের মহিমা তুলে ধরতেই যেনো এক রাজসিক ভঙ্গিতে বিশ্ব রেকর্ড গড়া সেলফিটিতে পোজ দেন।
সেলফি তোলার আনুষ্ঠানিকতার সময় বক্তব্য দিতে গিয়ে মাইক্রোসফটের এমার্জিং এশিয়া মার্কেটের জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) সন্দ্বীপ গুপ্ত বলেন, ‘‘আজকাল সর্বত্র সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপকহারে সেলফি তোলার সহজাত প্রবণতা চলছে। লুমিয়ার সাথে আমাদের যাত্রার মাইলফলক তৈরীতে আমরা লুমিয়া ৭৩০ মোবাইল ডিভাইসের সাহায্যে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড সৃষ্টির উদ্যোগটি নিয়েছি।”
এ ছাড়াও মাইক্রোসফট রায়েফ আল হাসান রাফার গাওয়া ‘লেট’স সেলফি’ নামে একটি সেলফি মিউজিক ভিডিও রিলিজ করেছে। মডেল সাফা কবীর এবং শবনম ফারিয়া সেলিব্রিটি গেস্ট হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন।