বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ১০ রাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ৯:৪০:২৪,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: এএফপি বিশ্বের ভয়ঙ্কর রাষ্ট্রের একটি তালিকা প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক গোয়েন্দাবিষয়ক চিন্তন গোষ্ঠী ইন্টারসেন্টার। তালিকার সবার ওপরে রয়েছে ইরাক।
বুধবার বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রতিষ্ঠানটি মঙ্গলবার তালিকাটি বিন্যস্ত করে।
তালিকায় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র হিসেবে রয়েছে ইরাক। গত বছর দেশটিতে সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে।
শীর্ষ ১০টি ভয়ংকর রাষ্ট্রের বাকি দেশগুলো হলো—নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিসর (নবম) ও কেনিয়া (দশম)।
গত ৩০ দিনে সন্ত্রাসী ও বিদ্রোহী তত্পরতার ওপর ভিত্তি করে দেশের হুমকির সূচক (সিটিআই) শীর্ষক ওই তালিকাটি তৈরি করা হয়েছে।