বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:২৯,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান পারভেজ (২৩) গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেদী পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামের বজলুর রহমানের ছেলে। শুক্রবার ভোররাতের দিকে একটি ছাত্রবাস থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসানুল হক করে জানান, শুক্রবার ভোররাতে শহরের মুনসুরাবাদ উপ-শহরের একটি ছাত্রাবাসে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র ছিলো। ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।