বিশ্বনাথে ৪টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন সাবেক এমপি শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:১০,অপরাহ্ন ০১ মে ২০১৫
নিউজ ডেস্ক ::
সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণ করাই আওয়ামী লীগে সরকারের প্রধান কাজ। যখই আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তখনই পরবির্তন হয়েছে এদেশের দরিদ্র মানুষের ভাগ্যের। মানুষের সম্পদ লুটপাঠ করে খাওয়ায় খালেদা-তারেকসহ সকল দুর্নীতিবাজ ও ৭১’র যুদ্ধাপরাধীদের বিচার এদেশের মাটিতে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলেই সম্পন্ন হবে।
তিনি বৃহস্পতিবার বিশ্বনাথে প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার রামপাশা ইউনিয়নের ৪টি গ্রামে (রহমাননগর, দক্ষিণ শ্রীপুর, কাটলীপাড়া, আজিজনগর, মাখরগাঁও, জমসেরপুর, রামপাশা, ধলীপাড়া ও পালেরচক) বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।