বিশ্বনাথে হত্যার অভিযোগে পিতা-পুত্রকে পুলিশে দিলেন গ্রামবাসী
প্রকাশিত হয়েছে : ৫:২৩:০৮,অপরাহ্ন ২০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে দিনমজুর বৃদ্ধ আবদুল মনাফকে হত্যার অভিযোগে পিতা-পুত্রকে আটক করে গতকাল মঙ্গলবার থানা পুলিশে সোপর্দ করেছেন উপজেলার হরিপুর গ্রামবাসী। তারা হলেন-উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুর গ্রামের উস্তার আলী ও তার পুত্র মিন্টু মিয়া। গত সোমবার সন্ধ্যায় আবদুল মনাফের লাশ তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের স্ত্রী চম্পা বেগমের অভিযোগ-নিহত আবদুল মনাফের কাছ থেকে প্রবাসে পাঠানোর কথা বলে উস্তার মিয়ার ছেলে টিটু মিয়া দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর টিটু ঐ টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করলে এ নিয়ে টিটুর সাথে তার স্বামীর বিরোধ চলে আসছে। এ বিষয়ে গত শুক্রবার রাতে এক শালিস বৈঠকে বসে গ্রামে। এ বৈঠকে টিটু টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করলে এলাকার মুরব্বিগণ স্বাক্ষী হাজির করার জন্য তার স্বামীকে বলেন। পরবর্তি বৈঠক গত রবিবার রাতে নির্ধারন করে হয়েছিল। কিন্ত এই বৈঠকের আগের দিন গত শনিবার বিকেল থেকে স্বামী নিখোঁজ হয়ে যান। এরপর সোমবার তার লাশ উদ্ধার করা হয়। পাওনা টাকা না দিতে তার স্বামী যাতে কোনো স্বাক্ষী বৈঠকে হাজির করতে না পারেন, সে জন্য টিটু মিয়ার লোকজন আবদুল মনাফকে পরিকল্পিতভাবেই হত্যা করে পরিত্যক্ত ঘরে লাশ ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, গ্রামবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। নিহতের পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। তবে আটককৃত দুই জনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।