বিশ্বনাথে সড়ক দুঘর্টনায় চিকিৎসকসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ৬:২৮:১২,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ১টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়ছল আহমদ (৩৫) ও প্রাইভেট কার চালক ইসমাইল (২২)। এসময় ট্রাক চালক জুয়েল ও হেলপার মো. রফিক (১৮) আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন।
তিনি বলেন, বুধবার রাত ১টায় সিলেট থেকে ছাতকগামী একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো গ-১২-২৪৮২) বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৬৬৩৩) মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক ও কারের যাত্রী চিকিৎসক ঘটনাস্থলে নিহত হন। নিহতদের লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ট্রাক চালক ও হেলপার কে আটক করে। পরে হাইওয়ে পুলিশের কাছে আটককৃতদের হস্তান্তর করা হয় বলে তিনি জানান।