বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ে চুরি
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৩৩,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। চুর বিদ্যালয়ের সিলিং ফ্যান ও অফিস রুমের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ইজার আলী মেম্বার।
তিনি বলেন, শুক্রবার রাতে কোনো এক সময় চুর বিদ্যালয়ের বিভিন্ন রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় বিদ্যালয়ে বিভিন্ন রুমে থাকা ৭টি সিলিং ফ্যান ও কাপ-পিরিচ চুরি করে নিয়ে যায়।