বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৫৯,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৪
বিশ্বনাথ অফিস
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। গত রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের লালারগাঁও (কলাবাড়ি) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মফিজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসী ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এব্যাপারে প্রবাসীর ভাই সমছু মিয়া জানান, রোববার রাত সাড়ে ১২টায় ৮/১০ জনের একটি ডাকাতদল ঘরের কলাপসিপল গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে। এসময় ডাকাতরা তার (সমছু মিয়া) হাত বেঁেধ ফেলে এবং ঘরে থাকা নগদ প্রায় ২০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট ও ১টি টর্স লাইট লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রোববার রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।