বিশ্বনাথে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৪৫,অপরাহ্ন ২০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ইমিদপুর গ্রামের বাবুল খানের বাড়িতে এঘটনা ঘটে। ডাকাতদল বাবুল খানের ঘরে থাকা নগদ টাকা, দলিলপত্র, মোবাইলসেট ও কাপড় লুঠ করে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু অল্পের জন্য পুলিশ ও এলাকাবাসী ডাকাতদল আটক করতে পারেনি। পরে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।
বাবুল খান জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় ১০/১২জনের একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। এসময় তার ঘরের কেঁচি গেইটের সামনে এসে ডাকাতদল পরিবারের লোকজন ডাক দেয়। এতে তিনি দরজা খুলে গেইটের সামনে আসেন। এসময় ডাকাতদল তাকে বলে আমরা পুলিশের লোক। তোমার ঘরে অস্ত্র আছে তাল্লাশি করতে হবে গেইট খুলে দেয়।
তিনি আরোও বলেন, পুলিশ নয় টের পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘরের অন্য রুমের দরজা বন্ধ করে থাকেন। এসময় এলাকার বিভিন্ন জনের কাছে মোবাইল ফোনে তাদের বাড়িতে ডাকাত প্রবেশ করেছে বলে জানান। এরই মধ্যে ডাকাতদল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। কিন্তু তিনি পরিবার সদস্যদের নিয়ে যে রুমে ছিলেন ওই রুমে অনেক চেষ্টা করেও ডাকাতদল প্রবেশ করতে পারেনি। তবে অন্য রুমে থাকা নগদ ৩৫ হাজার টাকা, দলিলপত্র, একটি মোবাইলসেট ও কিছু কাপড় নিয়ে যায়। এসময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত প্রবেশ করার ঘোষনা দেয়া হলে এলাকার লোকজন ছুটে আসতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আসার আগেই ডাকাতদল পালিয়ে যায় বলে তিনি জানান।