বিশ্বনাথে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ২:৩৯:১০,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে শনিবার রাতে ফের এক দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাটপাড়া গ্রামের দুবাই প্রবাসী আফরোজ আলীর বাড়িতে। ডাকাতদল ওই পরিবারের প্রায় ছয় লক্ষ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন দাবি করেন। উপজেলায় গণগণ ডাকাতি সংগঠিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে এক অজানা আতংক। ডাকাতির খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানাগেছে, শনিবার রাত আনুমানিক আড়াইটায় ১০/১২ জনের হাফপ্যান্ড পড়া ডাকাতদল প্রবাসীর বাড়িতে প্রবেশ করে ঘরে দরজা ভেঙ্গে ভিতরে হানা দেয়। এসময় প্রবাসীর পরিবারের সকল সদস্যকে ডাকাতদল জিম্মি করে ফেলে। ঘরে থাকা স্বর্ণাংলকা,নগদ টাকা ও মোবাইল সেট ডাকাতদল লুঠ করে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার পরিদর্শক রফিকুল হোসেন ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলার সাধুগাঁও গ্রামের হাফপ্যান্ড পড়ে যুক্তরাজ্য প্রবাসী ছায়ারুন নেছার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছিল।