বিশ্বনাথে দুইদিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১২:০৩:৪৪,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে দুইদিন ধরে সবজি ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম শওকত আলী (৩৩)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের ছালিয়া দশঘর গ্রামের মৃত আজর আলীর ছেলে। বর্তমানে তিনি উপজেলা সদরের ভাড়াটিয়া বাসায় স্বপরিবারে বসবাস করে আসছেন। নিখোঁজ শওকত আলী উপজেলা সদরের নতুন বাজারে সবজি ব্যবসা করে আসছিলেন। এঘটনায় তার ভাই রুপশ আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরী করেন।
রুপশ আলী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা উপজেলা সদরের নতুন বাজারে কাঁচামালের (সবজি) ব্যবসা করে আসছেন। মঙ্গলবার সকাল ৭টায় তার ভাই শওকত আলী সিলেট শহরের সোবাহানী ঘাটে কাঁচা মালের আড়ৎ এ কাঁচামাল (সবজি) ক্রয় করা জন্য বাসা থেকে বের হন। কিন্তু এর পর থেকে তিনি দোকানে কিংবা বাসায় ফিরে আসেননি। তার সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করি।
থানার ওসি রফিকুল হোসেন বলেন, বিষয়টি বার্তার মাধ্যমে বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।