বিশ্বনাথে ছাত্রদল নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২:৩৮:১১,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা সাহেল সামাদকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক। সে উপজেলার চান্দভরাং গ্রামের আনোয়ার হোসেন ওরফে আঙ্গুর আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রদল নেতাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররের সত্যতা স্বীকার করেন থানার এস আই মাসুদ আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুটি মামলার পলাতক আসামি সাহেল সামাদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। যার নং জিআর ৭৯/১২-৭২/১২। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।