বিশ্বনাথে গাছ পড়ে নিহত ১
প্রকাশিত হয়েছে : ২:১১:০৪,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৪
বিশ্বনাথের পল্লীতে গাছ পড়ে আরশ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের হুশিয়ার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাগেছে, হুশিয়ার আলীর বাড়ির একটি গাছ ক্রয় করেন নুরুল আমিন। গাছ কাটতে শ্রমিক নিয়ে যান তিনি। বাড়ির কেয়ারটেকার আরশ আলী গাছ কাটার সময় (চাম্বল) গাছের নিচে যান। এক পর্যায়ে গাছটি আরশ আলীর উপরে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। থানার এসআই দিলোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।