বিশ্বনাথে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৪৬,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার ভোর বেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দন্ডপানিপুর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর থানার মুনিয়ারপাড় গ্রামের মৃত সামা মিয়ার পুত্র আনকাব মিয়া ও সিলেট দক্ষিণ সুরমা থানার লালাবাজার সদাগরের কলোনীর বাসিন্দা আবদুল বারীর পুত্র সুমন ওরফে আনু মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই আবু সাঈদ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।