বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল
প্রকাশিত হয়েছে : ১:৪১:৩৮,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: এগারোতম বিশ্বকাপ আসরে অংশ নিতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার রাত ৯.০৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়াগামী বিমানে চড়বে বাংলাদেশ দল।
আগামি ১৪ ফেব্রয়ারি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। তবে এর আগে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪টি দেশ।
৮ ফেব্রয়ারি থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট ১৪টি প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। অ্যাডিলেড ওভালে ফেব্রুয়ারির ৮ তারিখের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পরের দিন আরো চারটি ম্যাচ হবে। ম্যাচগুলোতে খেলবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান-বাংলাদেশ।
১০ ফেব্রুয়ারি দু’টি ম্যাচ খেলবে ভারত-আফগানিস্তান, আয়ারল্যান্ড-স্কটল্যান্ড। এর পরের দিনের চার ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া-সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ড-পাকিস্তান।
১২ তারিখে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দু’টিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, বাংলাদেশ-আয়ারল্যান্ড। সর্বশেষ ১৩ তারিখে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের মধ্য দিয়ে প্রস্তুতিমূলক ম্যাচ শেষ হবে।
এবার এক নজরে দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি:
১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম আফগানিস্তান। শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: ক্যানবেরা
২১ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ৮.৩০ মিনিটে। ভেন্যু: ব্রিসবেন
২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে খেলাটি। ভেন্যু: মেলবোর্ন
০৫ মার্চ, বাংলাদেশ বনাম স্কটল্যান্ড। এই খেলাটিও শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: নেলসন
০৯ মার্চ, বাংলাদেশ বনাম ইংল্যান্ড। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ভেন্যু: অ্যাডিলেড ওভাল
১৩ মার্চ, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। এই খেলাটি শুরু হবে সকাল ৯.০০ টায়। ভেন্যু: হ্যামিল্টন