বিশ্বকাপের মধ্যেই বাবা হচ্ছেন ধোনি
প্রকাশিত হয়েছে : ২:১৮:৫৮,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মধ্যেই খুশির খবর পেতে চলেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সম্ভবত বিশ্বকাপের মধ্যেই মিসেস ধোনি মা হচ্ছেন। নজজাতকে পৃথীবির আলো দেখাবেন সাক্ষী। আর সন্তানের বাবা হবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কুল।
প্রথমে আপিএল কাণ্ডে তাঁর নাম জড়ানো। এবং তারপর অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে কার্যত পর্যুদস্ত ভারত। একটি ম্যাচও জিততে পারেননি ধোনিরা। ফলে বিশ্বকাপের ঠিক আগে দলের এমন পারফরম্যান্সে অধিনায়ক হিসেবে বেশ কিছুটা চাপে রয়েছেন ধোনি। কিন্তু এর মধ্যেই দ্রুত বাবা হতে চলার খবরে কিছুটা খুশি মাহি। ভারতীয় দলে ধোনির বেশ কিছু সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা এই খবরের সত্যতা স্বীকার করেছেন।