বিশেষ বাসসার্ভিস উদ্বোধন করলেন হাসিনা-মোদি-মমতা
প্রকাশিত হয়েছে : ১১:২৫:১৮,অপরাহ্ন ০৬ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-গোয়াহাটি বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হলো।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধামমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এ বাস সার্ভিস উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা বাসে তিন জনেই উঠে বসেন। উদ্বোধনের পর নরেন্দ্র মোদি একটি সেলফিও তোলেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন নরেন্দ্র মোদি। এ সফরে বিদ্যুৎ, যোগাযোগ, বাণিজ্য বিষয়ে ডজনখানেক চুক্তি হবে।
সূত্র: বিটিভি