‘বিরাট ক্রিকেট না খেলে অন্যকিছু করলে সেটাই আমার ভালো লাগতো’
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৫৯,অপরাহ্ন ১৫ মে ২০১৫
বিনোদন ডেস্ক::
বলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন বর্তমান সময়ের সেনসেশনাল আনুশকা শর্মা। মিডিয়াতে নানা গুঞ্জন তাকে নিয়ে। সবচেয়ে বেশী তিনি আলোচিত ভারতের ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা হিসেবে। ১৫ মে শুক্রবার মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘বোম্বে ভেলভেট’। ছবির প্রচারণায় এসেছিলেন কলকাতায়, সেখানে আনন্দ বাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তার ব্যক্তি জীবন নিয়েও কথা হয় বিস্তর।
সেখানে তিনি বিরাটের সাথে তার গভীর সম্পর্কের কথা অকপটেই স্বীকার করেন। এবং একজন মগ্ন প্রেমিকার মতো তিনি বলেন, বিরাটের সবকিছুই তার ভালো লাগে। এমনকি যে ক্রিকেট খেলাটা আগে খুব পাত্তাই দিতেন না, কোনো খোঁজ খবরই রাখতেন না প্রেমে পড়ে এখন পুরোদস্তুর বিরাটের সাথে সাথে ক্রিকেটকেও ভালোবেসে ফেলেছেন।
এ সম্পর্কে আনুশকা বলেন, ‘যখন কোনও সম্পর্ক তৈরি হয় তখন যার সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে তার সব কিছুর সঙ্গেই জীবনটা জড়িয়ে যায়। বিরাট যদি ক্রিকেট না খেলে অন্য কিছু করত সেটাতেই আমার আগ্রহ আর কৌতূহল থাকত। তবে এখন আমি ক্রিকেট দেখতে ভালবাসি’।