বিরক্ততা থেকে রক্ষায় নতুন অপশন ফেসবুকে
প্রকাশিত হয়েছে : ৬:০৭:১১,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
ফেসবুকে অযথা ও অপ্রিয় পোস্ট দেখার বিরক্ততা থেকে রক্ষায় নতুন অপশন চালু করা হয়েছে। এই অপশনটি ব্যবহার করে কোনো ফেজবুক বন্ধুকে আনফ্রেন্ড না করেও তার বাজে পোস্টগুলোকে আড়াল করে রাখা যাবে।
ফেসবুকে লগ ইনের পর একটা ধূসর রঙের অ্যারো দেখা যাবে প্রতিটা পোস্টের ওপরের ডান দিকে। এখানে ক্লিক করলেই একজন ব্যবহারকারী সেই সুবিধে পেয়ে যাবেন, যার সাহায্যে তাঁরা যে কোনও অবাঞ্ছিত ব্যক্তিকে আনফলো করে দিতে পারবেন এবং আর এর পরেই তার দেয়া পোষ্টটি আড়াল হয়ে যাবে।
আর কেউ যদি কোনো ঘটনা বা আপডেট দেখতে না চান, তবে ওই ডানদিকের ধূসর অ্যারোতে ক্লিক করলেই তা আড়ালে চলে যাবে ব্যবহারকারীর টাইমলাইন থেকে। এই সুযোগের ফলে অবাঞ্ছিত বন্ধুর বা পেজের সমস্ত পোস্ট পিছনে চলে যাবে তা নয়। কারও কম পরিমান পোস্ট দেখতে চাওয়া বা একেবারে না চাওয়াটা একান্তই ফেসবুক ব্যবহারকারীর বিষয়।
তবে অবাক করা ব্যাপার হল আনফলো করে দিলেও যদি ব্যবহারকারী ইচ্ছা করে তার সকল পোস্টগুলো দেখতে, তবে এই অপশনের মাধ্যমে নিউজ ফিডে গিয়ে সমস্ত আপডেটই দেখতে পাবেন। আবার আনফলো করা বন্ধুকে ফলো করতে তাও করা যাবে অপশনটি ব্যবহারকার করে। তবে কোনো ছবির পেইজে লাইক দিয়ে থাকলে তা কিন্তু সহজে আড়াল করা যাবে না। আর এই সুবিধাটা আপাতত কম্পিউটারে ফেইজবুক ব্যবহারকারীদের জন্য। মোবাইলে ফেইসবুক ব্যবহারকারীরাও এক সময় এই সুবিধা উপভোগ করতে পারবেন।