বিমান দুর্ঘটনার ৫ দিন পর মা-শিশু উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৭:৫২:২৮,অপরাহ্ন ২৫ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি জঙ্গলে বিমান দুর্ঘটনার পাঁচ দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে উল্লেখ করেছেন সে দেশের বিমান বাহিনীর প্রধান।
বুধবার উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানের কাছ থেকে ১৮ বছর বয়সী মারিয়া নেল্লি মুরিল্লো ও তার একবছর বয়সী ছেলেশিশুকে খুঁজে পান বলে বিবিসি জানিয়েছে। দুর্ঘটনায় মুরিল্লো সামান্য আহত হলেও তার ছেলে সম্পূর্ণ অক্ষত এবং সুস্থ্য রয়েছে।
গত শনিবার দুই ইঞ্জিনের বিমানটি চোকো প্রদেশের রাজধানী কুইবদো থেকে নুকুই শহরে যাওয়ার পথে ওই প্রদেশের আলতো বাউদো এলাকার জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল তা এখনো জানা যায়নি।
উদ্ধারকারীরা গত সোমবার প্রথমবারের মত বিধ্বস্ত বিমানটির কাছে পৌঁছতে সক্ষম হন। তারা বিমানটির পাইলট কার্লোস মারিয়ো সেবাল্লোসকে ককপিটে মৃত অবস্থায় দেখতে পান। ১৪ জনের একটি উদ্ধারকারী দল জঙ্গলটিতে তিনদিন খোঁজাখুঁজির পর বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পান।
এদিকে কলম্বিয়ার বিমান বাহিনীর প্রধান কর্নেল হেক্টর কারারাসকাল সংবাদ সংস্থা এএফপি’কে বলেছেন, ‘পাঁচ দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার করাটা সত্যিই একটি অলৌকিক ঘটনা। ওই জঙ্গলে আকস্মিকভাবেই দুর্ঘটনাটি ঘটেছিল।’ তিনি ওই তরুণী মায়ের প্রশংসা করে বলেন, তার সাহসের কারণেই শিশুটি এতদিন ধরে বেঁচে আছে।
এত বড় একটা বিমান দুর্ঘটনা থেকে কীভাবে মা ও শিশু বেঁচে গেলেন তা নিয়ে লোকজনের কৌতুহলের শেষ নেই। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার ঠিক আগে ওই মা তার ছোট্ট ছেলেকে নিয়ে বিমানের জানলা থেকে জঙ্গলে ঝাঁপিয়ে পড়েছিলেন। এতেই বেঁচে যান তাঁরা। উদ্ধারের পর তাদের হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে গিয়ে কুইবদো হাসপাতালে ভর্তি করা হয়েছে।