বিমানবাহিনীকে আরো আধুনিক করা হবে
প্রকাশিত হয়েছে : ১১:২৮:৪৮,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরো আধুনিক, সুদৃঢ় করে গড়ে তোলা হবে ।
বুধবার সকালে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিএএফ ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর আমরা বাংলাদেশ বিমানবাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছে এফ-৭ বিজি-১ যুদ্ধবিমান, এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। পূর্ণাঙ্গ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে বঙ্গবন্ধু ও কক্সবাজার বিমানঘাঁটি।
এ সময় তিনি জাতীয় নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আন্তর্জাতিক শান্তি মিশনে এই বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ বিমানবাহিনী একটিমাত্র এ্যালুয়েট হেলিকপ্টার ও অটার বিমানের সাহায্যে মুক্তিযুদ্ধের শেষ দিকে চল্লিশটিরও বেশি সফল আক্রমণ পরিচালনা করে। সহমর্মিতার বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছে জাপান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, ভারত, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে।’
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমানবাহিনীর কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্ব বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।