বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা উদ্দেশ্যমূলক: বিএনপি
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:২৫,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেননি- কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এই খবর বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছে বিএনপি।
শুক্রবার রাতে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত বুধবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিজেপির সভাপতি অমিত শাহ’র টেলিফোনে কুশল বিনিময় সম্পর্কে কতিপয় সংবাদ মাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণার দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
প্রতিবেশী দু’টো দেশের দু’টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে আলাপ একটি প্রত্যাশিত স্বাভাবিক ঘটনা। এবং এ নিয়ে ভিত্তিহীন দাবির কোনো অবকাশ যেমন নেই, তেমনি এ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।