বিভিন্ন স্থানে র্যাবের অভিযান : অস্ত্রসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ১০:৪০:২৯,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেটের শাহপরান থানাধীন ইসলামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬ বোতল অফিসার্স চয়েস ও ১ বোতল ব্যাগপাইপার হুইস্কি উদ্ধার করে। এ সময় সাজেদা বেগম (২৫) নামের এক মহিলাকে আটক করে র্যাব। উদ্ধারকৃতমাদকসহ সাজেদা বেগমকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। আটক সাজেদা বেগম সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী বলে র্যাব সূত্র জানায়।
এছাড়াও গতকাল ২ ডিসেম্বর র্যাব-৯ দক্ষিন সুরমা থানাধীন ‘সাধুরবাজারস্থ’ এলাকায় অভিযান পরিচালনা করে যমুনা ওয়েল ডিপোর দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করে। আটকৃত আসামী মোঃ জিলাল আহম্মেদ (২০) সিলেটের জকিগঞ্জ উপজেলার লোহারমহল দক্ষিণ পাড়ার ফোরকান আলীর পুত্র।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ‘ভবেরবাজার’ এলাকা থেকে ১রাউন্ড গুলি ও ১টি ওয়ান শুটার গানসহ একজনকে আটক করে র্যাব। আটকৃত মোঃ তৌরিছ খাঁ (৩৪) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভবেরবাজার গ্রামের আফছর খাঁ বলে জানা যায়।
একই দিন জৈন্তাপুর থানাধীন ‘সিলেট-তামাবিল’ মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট-তামাবিল এলাকা থেকে র্যাব ১৮ বোতল জেনোসিডিল ও ৫ বোতল অফিসার্স চয়েসসহ ২ জন আটক করে। আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার গৌরী শংকর গ্রামের মৃত আঃ ছাত্তার’র পুত্র মোঃ জামশেদ আলম (৪০), একই উপজেলার চাল্লাইল (টেকার বাড়ী) গ্রামের মতিন মিয়ার পুত্র হারুন-অর-রশিদ (২২)। উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।