বিব্রতকর ডাবল সেঞ্চুরির রেকর্ডে মিরাজ
প্রকাশিত হয়েছে : ৩:৩২:২৪,অপরাহ্ন ০২ মার্চ ২০১৯
স্পোর্টস ডেস্ক:: হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নন্দিত হচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের প্রথম ইনিংসে ‘ডাবল সেঞ্চুরি’ করেছেন বাংলাদেশের মেহেদি মিরাজও। তবে সেটা বল হাতে। অল্পের জন্য তা আড়াইশ স্পর্শ করেনি। আর এই ‘ডাবল সেঞ্চুরি’ করেই অনাকাঙ্খিত এক রেকর্ডে নাম লেখালেন তরুণ অফ-স্পিনিং অল-রাউন্ডার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৯ ওভারে ২৪৬ রান দিয়েছেন মিরাজ। এক ইনিংসে বাংলাদেশের আর কোনো বোলার এত রান দেননি। ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ডটি এতদিন ছিল আরেক স্পিনার তাইজুল ইসলামের। দেশের মাটিতে গত বছর এই লজ্জার রেকর্ড বয়ে বেড়াচ্ছিলেন তাইজুল। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে এই স্পিনার দিয়েছিলেন ৬৭.৩ ওভারে ২১৯ রান।
এক ইনিংসে রান দেওয়ার বিশ্বরেকর্ডে মিরাজের জায়গা এখন ছয়ে। সেই ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৮৭ ওভার বোলিং করে ২৯৮ রান দিয়েছিলেন চাক ফ্লিটউড-স্মিথ। ১৯৯৭ সালে ভারতের রাজেশ চৌহান শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ ওভারে ২৭৬ রান দিয়েছিলেন। রেকর্ডের একটি বিব্রতকর জায়গায় অবশ্য মিরাজই সবার ওপরে। ইনিংসে কমপক্ষে ৪৫ ওভার বোলিং করে ওভারপ্রতি পাঁচের বেশি রান দেওয়া টেস্ট ইতিহাসে একমাত্র বোলার তিনি।
কিউইদের প্রথম ইনিংস ৭১৩ রানে ঘোষণা করলেও বাংলাদেশের বোলাররা উইকেট নিতে পেরেছে ৬টি। বোলারদের এই ব্যর্থতার দিনে হ্যামিল্টন টেস্টে বড় বিপদে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও যথারীতি ব্যাটিং ব্যর্থতা। ৭৪ রানে ফিরেছেন তামিম ইকবাল। মুমিনুল, মিঠুন, সাদমান কেউই কিছু করতে পারেননি। ৩৯* রানে অপরাজিত সৌম্য এবং ১৫* রানে অপরাজিত অধিনায়ক মাহমুদউল্লাহ আশা জাগাচ্ছেন ইনিংস হার বাঁচানোর।