বিপিএলে থাকছেন পাকিস্তানি ক্রিকেটাররা
প্রকাশিত হয়েছে : ৬:০৭:০০,অপরাহ্ন ১৫ মে ২০১৫
স্পোর্টস ডেস্ক::
এ বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারো মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর। আগের থেকে এবার বেশ সতর্ক বিপিএল আয়োজক কমিটি। থাকছেনা আগের ফ্রাইঞ্চাইজিরা। অনেক ফ্রাঞ্চাইজি ক্রিকেটারদের বকেয়া টাকা পরিশোধ করেনি যার কারণে এবার তাদের না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
এবারের বিপিএলেও খেলবে বিদেশী ক্রিকেটাররা। কিন্তু বিপিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানি কোন ক্রিকেটার না থাকলেও এবার পাকিস্তানি ক্রিকেটারদের থাকার সম্ভাবনা খুব বেশি। পাপন বলেন, ‘সবগুলো দেশের জাতীয় দলের খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে যাবে। কেননা, সবারই তো ব্যস্ত সিডিউল। তবে গত বছর পাকিস্তানীরা আসেনি। এবার হয়তো তারা আসবে। না আসার কারণ দেখছি না।’
উল্লেখ্য বিপিএলের প্রথম আসরে খেলেছিল পাকিস্তানি ক্রিকেটাররা।