বিনা ভাড়ার বাসে মিলবে ওয়াই ফাই
প্রকাশিত হয়েছে : ৬:১২:১৮,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
এবার ভাড়াবিহীন এসি বাসে ফ্রিতে ওয়াইফাই৷অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিষেবা চালু করা হয়েছে পরিবহণ দফতরের পক্ষ থেকে৷ মঙ্গলবার থেকে এই বিশেষ পরিষেবা চালু হয়েছে কুয়ালালামপুরে৷পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ‘গো কেএল’ নামের এই বাসটি বিনা ভাড়ায় চালান হবে৷ পাশাপাশি এই বাসে ওয়াই ফাই পরিষেবাও ফ্রি’তে দেওয়া হবে৷
তবে এই বাস পাঁচ মিনিট অন্তর অন্তর চালান হবে বলে যাত্রীদের অসুবিধা হবে না বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷সে দেশের পরিবহণ দফতরের দাবি, এই বাস পরিষেবার ফলে বিদেশির পর্যটকরা আরও বেশি করে আকৃষ্ট হবেন৷ কুয়ালালামপুরে বিদেশি পর্যটকদের সমাগম হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক ফল পড়বে বলে আশাবাদী দেশের বিশেষজ্ঞ মহল৷ বর্তমানে কুয়ালালামপুরের প্রায় সবকটি শহরেই এই বাস পরিষেবা চলছে৷