বিদ্যুৎ নেই সারাদেশে!
প্রকাশিত হয়েছে : ১:৪৪:০৭,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সারাদেশে শনিবার সকাল ১১টা থেকে বিদ্যুৎ নেই। শনিবার বিকেল ৫টার দিকে বিদ্যুৎ ব্যবস্থা আবার স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে।
এদিকে বিদ্যুৎ না থাকায় সারাদেশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
জেলা ও উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে জানা গেছে কোথাও বিদ্যুৎ নেই। ইতোমধ্যে ইন্টারনেট ব্যবস্থাও নাজুক হয়ে পড়ায় সংবাদকর্মীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।