বিদেশ পালানোর চেষ্টা : গোয়াইনঘাটে গৃহবধূর হত্যাকারী কামাল চট্টগ্রাম বিমান বন্দর থেকে আটক
প্রকাশিত হয়েছে : ২:১৪:১২,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে বখাটের দাড়ালো অস্ত্রের আঘাতে নিহত গৃহবধূ জাকিয়া হত্যাকারী বখাটে কামালকে গ্রেফতার করেছে চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। হত্যাকান্ডের পর দীর্ঘদিন যাবত পলাতক থাকার পর দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মঙ্গলবার পহেলা বৈশাখ রাত সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন গ্রামের জালাল উদ্দিনের পুত্র কামাল আহমেদকে আটক করে চট্রগ্রাম শাহ আমানত বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রধান আসামি কামালকে আটকের খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই আবুবকর সিদ্দিক চট্রগ্রাম বিমানবন্দর পুলিশের কাছ থেকে হত্যাকারি কামালকে গ্রহণ করে গোয়াইনঘাট থানায় নিয়ে এসেছেন।
উল্লেখ্য, গত কয়েক বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় চলতি বছরের ১৫ মার্চ উপজেলার উপর সাতাইন গ্রামের ও গোয়াইনঘাট লাফনাইট মাদ্রাসার সচিব মাওলানা আব্দুল মালিকের মেয়ে এবং মাদ্রাসা শিক্ষক আইয়ুব আলীর স্ত্রী জাকিয়া পানি আনতে গেলে বখাটে কামাল পুকুর পাড়ে জাকিয়াকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে নিলে ১৪ ঘন্টা পর ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া মারা যায়। এব্যাপারে নিহত জাকিয়ার ভাই তৈয়বুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সাংবাদিকদের জানান, গৃহবধূ জাকিয়া হত্যা মামলার প্রদান আসামি কামাল বিদেশে পালিয়ে যাচ্ছে এমন সংবাদের বিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ দেশের সমস্ত বিমান বন্দর পুলিশকে তাৎক্ষনিক মেসেজ দিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে গত কাল পহেলা বৈশাখ বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্রগ্রাম বিমানবন্দর পুলিশ তাকে আটক করে। আটকের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম কামালকে আনতে চট্রগামে গিয়েছে।