বিদায়ী বক্তব্য যা বলে গেলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১:৫৪:২৭,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে বিদায়ী বক্তব্য দিলেন সিলেটের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ ২৬ মাস তিনি সিলেটের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সকলের সহযোগিতার ফলে তাকে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করতে তেমন কোন বেগ পোহাতে হয়নি। ডিসি মুসল্লীদের উদ্দেশ্য করে বলেন, দায়িত্ব পালনকালে আমার আচরণে কেউ যদি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন-তা হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যেন সারাজীবন মানুষের সেবক হিসাবে কাজ করতে পারি-আপনাদের কাছে এই দোয়াই প্রত্যাশা করি।
ডিসি বলেন, আগামী সপ্তাহেই আমি আমার বর্তমান দায়িত্ব থেকে রিলিজ নিয়ে নতুন কর্মস্থলে যোগ দেব।
গত ১০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো: শহিদুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হিসাবে বদলী করা হয়। সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীনকে। শহিদুল ইসলাম ২০১৩ সালের ৬ মে সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
গত ৬ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম গণপ্রজাতন্ত্রী সরকারের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।