বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৪৯,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মহানবিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপরি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বিএনপির উদ্যেগে ইঞ্জিনিয়র ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে ভোরে সাভারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে বিএনপি।
ওই দিন সকাল ৯ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করবেন খালেদা জিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠন।
সারাদেশে বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিএনপির প্রত্যেক সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।
১৮ ডিসেম্বর নব্বই ছাত্র ঐক্য ফোরাম ও ডাকসুর আয়োজনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া ঢাকা মহানগর বিএনপির উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এর তারিখ ও সময় পরে জানানো হবে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী ব্যাদীতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হবে।
৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর বিএনপির উদ্যেগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
যৌথসভায় উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মো. শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।