বিজিবি সদস্য সিলেটের মকলিছুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:০৬,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুঘর্টনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে মকলিছুর রহমান (৩৭) নামের এক বিজিবি সদস্যের। সোমবার রাত ১২ টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকলিছুর রহমান সিলেট সদর উপজেলার সাহেববাজার ইসলামপুর ভোলাকোনা গ্রামের আব্দুর নূরের ছেলে। তিনি কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মকলিছ সকালে সিলেট থেকে সাগরিকা পরিবহনের বাসে করে কর্মস্থল কুড়িগ্রামে ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মকলিছ। এসময় আহত হন বাসের চার যাত্রী। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে কুড়িগ্রামে তার কর্মস্থলে নেওয়া হয়েছে।
তবে নিহত বিজিবি সদস্যের পদবি জানাতে পারেননি তিনি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে।