বিজিবি’র অভিযান ফেন্সিডিল, মদ ও সুপারি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:০২:৫৭,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক: সদর উপজেলার জালালাবাদ লামাহাজরা এলাকা থেকে সুপারি ও জকিগঞ্জের গদাদর এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে ৪৫ হাজার টাকা মূল্যের সুপারি, ৪২ বোতল ফেন্সিডিল ও হিরো বাইসাইকেল উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ লামাহাজরা এলাকায় শুক্রবার রাত
১টায় অভিযান চালানো হয়। অভিযানে সুনামগঞ্জ-ঢাকা সড়কের লামাহাজরা এলাকা থেকে ১৫ হাজার সুপারি উদ্ধার করে। জব্দকৃত সুপারির সিজার মূল্য
৪৫ হাজার টাকা।
এদিকে, জকিগঞ্জ উপজেলার সোনাপুর বিওপি’র বিজিবি সদস্যরা শুক্রবার রাত আড়াইটায় গদাদর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে
পরিত্যাক্ত অবস্থায় ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ও ১টি হিরো বাইসাইকেল উদ্ধার করে। জব্দকৃত মালের মূল্য ফেন্সিডিল ১৬ হাজার ৫’শ ও
বাইসাইকেল ৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।
অপরদিকে, গোয়াইনঘাটের সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ এর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার বিছনাকান্দির
নয়াগ্রাম এলাকার অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় এ মদের চালান উদ্ধার করা হয়। গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন
সূত্রে জানা যায়, বিছনাকান্দি বিওপি’র বিজিবি সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৮টায় নয়াগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায়
২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। জব্দকৃৃত মদের সিজার মূল্য ৩৬ হাজার টাকা।