বিচার বিভাগের আমূল পরিবর্তন হবে: এস কে সিনহা
প্রকাশিত হয়েছে : ৭:০৫:৩০,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) বলেছেন, ‘বিচার বিভাগের আমূল পরিবর্তন করা হবে। এই পরিবর্তন আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান হবে।
রোববার সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘বর্তমানে যে আইনগুলো আছে সেগুলো সেকালের। এ আইনগুলো সংস্কার করা হবে।’
এস কে সিনহা সরস্বতী পূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে রোববার সকাল থেকে তিনি রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান সাংবাদিকদের জানান, রোববার প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত পূজা, ঢাকা আইনজীবী সমিতি এবং অফিসার্স ক্লাবের পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রধান বিচারপতির স্ত্রী এবং হাইকোর্টের বিচারপতি আশীষ রঞ্জন দাস এসময় তার সঙ্গে ছিলেন।