বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্র উদ্ধারে সমাবেশ করবে : ড. মঈন
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫৯,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৫ জানুয়ারি ২০ দলের সমাবেশে অনুমতি দিল কি দিল না দেখার সময় নেই। বিএনপি মাঠে থেকে গণতন্ত্র উদ্ধারে সমাবেশ করবে।
শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র এখন মৃত। দেশের গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিয়েছে সরকার। তারা সভা সমাবেশ করতে দিচ্ছে না। মানুষের অধিকার আদায়ে রাস্তায় নামতে দেয় না। এটা কোনো গণতন্ত্র। এটা আওয়ামী লীগের নিজস্ব গণতন্ত্র। তাই আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা হবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে রাজনৈতিকভাবে হেয় ও হয়রানি করছে। অথচ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে তথ্য প্রমাণ আছে এরকম মামলাও তুলে নিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা তুলে নিলেও বিএনপি নেতাকর্মীদের নামে প্রতিহিংসাপরায়ণ হয়ে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করছে। এ সরকার মামলাবাজ সরকার। তারা পুরো দেশটাকে কারাগারে পরিণত করছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নেতাকর্মীরা শপথ নিয়েছে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।