বিএনপি বিষাক্ত সাপের ন্যায় দেশকে দংশন করছে
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:৩০,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাম্প্রতিক কর্মসূচিকে ধ্বংসাত্বক বলে ঘোষণা দিয়ে তাদেরকে বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ও ২০ দল বিষাক্ত সাপের মতো দেশকে দংশন করছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তাদের ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেড়িয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার বিকেলে রাজধানীর গ্রিন রোড়ে পানি ভবনসহ তিনটি ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। দেশের পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরো গতিশীল ও কার্যকর করতেই নির্মাণ করা হচ্ছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সেন্টার ফর এনভায়রমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের তিনটি ভবন। ভবনগুলোর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ভাষণে নানা প্রসঙ্গের সাথে উঠে আসে চলমান রাজনীতির প্রসঙ্গ। ২০ দলীয় জোটের সমালোচনা করে, সহিংসতার রাজনীতি থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনো অশুভ শক্তি যেন দেশের অগ্রযাত্রাকে নস্যাত করতে না পারে সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সএছাড়াও দেশের উন্নয়নের স্বার্থেই নদ-নদী সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।
পরে ভবন তিনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছরের মধ্যেই ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।