বিএনপি নেতা মোশাররফের অভিযোগ গঠন শুনানি ১৪ জুন
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৩৪,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
অর্থ পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কারাগার থেকে মোশাররফকে আদালতে হাজির না করায় ঢাকার বিশেষ জজ-১ এর ভারপ্রাপ্ত বিচারক হোসনে আরা বেগম এ দিন ধার্য করেন।
মামলার এজাহারে বলা হয়, মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইনপরিপন্থী কাজ করেছেন।