বিএনপি-জামায়াত জোট আরও সহিংস হয়ে উঠতে পারে
প্রকাশিত হয়েছে : ১:৫৩:৪৯,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সুযোগ পেলে বিএনপি-জামায়াত জোট আরও সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের আর এ সহিংসতা থেকে বাঁচতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আশঙ্কা প্রকাশ করেন।
বিএনপি-জামায়াতের মতো অশুভ শক্তির উত্থান ঠেকাতে দেশবাসীকে আরও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
বিগত সিটি নির্বাচনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচনের সুষ্ঠু সমাপ্তিই প্রমাণ করে দেশে গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনগণ সিটি নির্বাচনে ভোট দিয়ে জানিয়েছে তারা আর সহিংসতা চায়না।’