‘বিএনপি করি’ বলেই গুলি করলেন এসআই
প্রকাশিত হয়েছে : ৮:২১:৫৯,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর দক্ষিণখান থানার সাব ইন্সপেক্টরের গুলিতে হাজী ফয়েজ আলী (৫২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মধ্য আজমপুরের আইয়ুব মার্কেটে এ ঘটনা ঘটে। হাজী ফয়েজ আলী ওই মার্কেটের রড সিমেন্ট ব্যবসায়ী।
ফয়েজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম জানান, সকালে নুরুল হাসান নামে এক স্থানীয় মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলছিলেন তার বাবা। এসময় দক্ষিণখান থানার সাব ইন্সপেক্টর জয়নাল আবেদীন এসে ফয়েজ আলীর কলার ধরে চড় থাপ্পর দেন। এসময় নুরুল হাসান প্রতিবাদ করলে ইন্সপেক্টর জানান তিনি বিএনপি করেন। এক পর্যায়ে ইন্সপেক্টর কোমর থেকে পিস্তল বের করে ফয়েজ আলীর ডান উরুতে গুলি করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণখান থানার ডিউটি অফিসার সাব ইন্সক্টর আকতার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে তাকে গুলি করা হয়েছে এ সম্পর্কে কিছুই জানি না।