বিএনপির সাবেক দুই সাংসদ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪০,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে বেন হওয়ার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে মতিঝিলে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করার সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিডি টুয়েন্টিফোর লাইভকে তথ্যটি নিশ্চিত করেন । কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গাড়ী পোড়ানোসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।