বিএনপির যৌথসভা মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ১:২৩:৩৭,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে গুরুত্বপূর্ণ এই যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।