বিএনপির দুই নেতার জামিন
প্রকাশিত হয়েছে : ৯:৫০:২৫,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে তিন সপ্তাহ এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে দুই সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ।
এদিকে বিএনপির অপর নেতা মীর নাসির উদ্দিনের আগাম জামিনের শুনানিতে বিব্রতবোধ করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদের জামিনাদেশ দেন।
আদালতে আসামীদের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন। তাদেরকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে শাহবাগ থানায় এবং ফজলুল হক মিলনকে গাজীপুরে হরতালের ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন দেয়া হয়েছে।
অপরদিকে ব্রাক্ষণবাড়িয়া জেলায় দায়ের করা মানহানি মামলায় মীর নাসির উদ্দিনের আগামী জামিনের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একই বেঞ্চ।