বিএনপির দাবি নিহত রুবেল আমাদের কর্মী : পরিবারের দাবি ব্যবসায়ী
প্রকাশিত হয়েছে : ৯:০০:২২,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নোয়াখালী চৌমুহনীতে বুধবার বিকেলে পুলিশ-বিএনপির সংর্ঘষে ছেরাজুল হক রুবেল নামের এক মনিহারি ব্যবসায়ী নিহত হন। নিহত রুবেল সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের চৌধুরী মেম্বারের নতুন বাড়ীর হাজী তোফায়েল আহম্মদের ছেলে । নিহত রুবেলকে বিএনপির কর্মী হিসেবে দাবী করে নবীপুর ইউনিয়ন বিএনপির সভপতি বাহার উল্যা জানান, রুবেল আমাদের গোপালপুর ওয়ার্ডের যুবদলের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান জানান, রুবেলের বড় ভাই বাবলু আমাদের এক জন দায়িত্বশীল কর্মী ছিলেন। রুবেল চৌমুহনীতে ব্যবসা বাণিজ্য করতেন তার কোন দলের সাথে সর্ম্পক নেই। তবে তার পরিবারের দাবি রুবেলের কোন দলের সাথে সম্পূক্ততা নেই বলে রুবেলের বড় ভাই চৌধুরী মেম্বার জানান, রুবেল চৌমুহনীতে আমাদের মনিহারি ব্যবসা করতো। এবং সে এই বছর নোয়াখালী কলেজ থেকে এইচ এস সি তে জিপি এ -৫ পেয়েছে। আজ শুক্রবার সকালে তার নিজ বাড়ীর দরজায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মমিনুল ইসলাম, নবীপুর ইউপি চেয়ারম্যান মো: সহেল, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপিত জালাল ডাক্তার, সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, নবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উল্যা, সাধারণ সম্পাদক আমিন উল্যা বিএসি প্রমুখ।