বিএনপির এখন ঘরের শক্রই বিভীষণ : ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ১২:০৪:২৪,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর প্রযোজন হয় না। বিএনপির এখন ঘরের শক্রই বিভীষণ। এই বিভীষণরাই বিএনপি ভাঙনের কারণ হবে। আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই যে তারা বিএনপিকে ভাঙনের মুখে ঠেলে দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশকে একটা নেতিবাচক দিকে ফেলে দেবে। আসলে বিএনপির রাজনীতিটাই এখন নেতিবাচক রাজনীতি। তাদের নেতিবাচক রাজনীতিই দলের ভাঙনের কারণ হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কাপাসিয়া সড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পারুলী নদীর উপর নির্মিত রাজাবাড়ি সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে লন্ডন থেকে তাদের উদীয়মান নেতা যেভাবে নেতিবাচক রাজনীতি করছেন এবং কয়েকদিন পরপরই শব্দ বোমা নিক্ষেপ করছেন, এই শব্দ বোমায় বিএনপির নেতা-কর্মীরা আজ বিভক্ত এবং তারা দ্বিধাগ্রস্ত। তারা এ দল করবে কিনা এটাও অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মো. রহমত আলী এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী একই সড়কের রাজেন্দ্রপুর এলাকায় রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন।