বাস-ট্রাকের সংঘর্ষে ২ নারী পুলিশ নিহত
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:০০,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর ফকিরাপুল মোড়ে একটি পুলিশ বাস ও ট্রাকের সংঘর্ষে ২ নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। নিহতরা হলেন- আকলিমা খাতুন (২৫) ও মুনিরা আক্তার মামুনি (২৩) ।
নিহত আকলিমার বাবার নাম গোলাম মুস্তফা, বাড়ি কুলিয়ার চর কিশোরগঞ্জ। মুনিরার বাবার নাম বুলু মিয়া, বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ভবানীপুর গ্রামে।
মতিঝিল থানার এসআই স্বপন জানান, পুলিশ বাসটি রাজারবাগ থেকে ফকিরাপুল এলেই দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ২ নারী পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো ২০ জনের মতো।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।